কক্সবাজারে অপহৃত নিলকী ২১ দিনেও উদ্ধার হয়নি

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার, ৯ ডিসেম্বর।। কক্সবাজার সদর ঈদগাঁতে অপহরণের একুশ দিন পরও সংখ্যালঘু পরিবারের কিশোরী কন্যা নিলকীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরাসহ মামলা প্রত্যাহার করে নিতে হুমকি দিয়ে চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজারের ঈদগাঁর চৌধুরীপাড়ার সুপাল পালের কিশোরী কন্যা নিলকী পালকে (১২) ১৯ নভেম্বর সকালে টেইলার্সে যাবার পথে কানিয়ারছড়া টাওয়ারের কাছ থেকে বখাটে সিরাজ আকবরের নেতৃত্বে কমান্ডো স্টাইলে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। কোথাও মেয়ের খোঁজ না পেয়ে অপহৃতা কিশোরীর মা মিতা পাল কক্সবাজার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বাদী অভিযোগ করেছেন- বখাটেরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না। এছাড়া আসামিরা মামলা প্রত্যাহার করে নিতে প্রতিনিয়ত হুমকি দিয়ে চলছে। অপহরণকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের অব্যাহত হুমকির মুখে বাদীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। ঈদগাঁ তদন্ত কেন্দ্রের পুলিশ বলছে আসামিদের গ্রেফতারকল্পে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অপহৃতা কিশোরীর মা মিতা পাল বলে- আমরা গরিব সংখ্যালঘু পরিবার হলেও স্থানীয় সকল ধর্মের লোকদের সঙ্গে মিলেমিশে বসবাস করছি। অভাবের তাড়নায় স্কুলে ভর্তি করিয়েও মেয়েকে পড়া-লেখা করাতে পারিনি। সংসারের টানাপোড়নে অল্প বয়সে দর্জির কাজে দেই। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক জনকণ্ঠ, ১০ ডিসেম্বর ২০১২।

No comments:

Post a Comment