কোটালীপাড়ায় দুর্গার প্রতিমা ভাংচুর

গোপালগঞ্জ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় আসন্ন দুর্গা পূজার প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ভোররাতে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের কালিপদ দাসের বাড়ির সর্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি সূর্য্য কান্ত সিকদার জানান, বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত মন্দিরের সাজ-সজ্জার কাজ করে কর্মীরা ঘুমাতে যায়। এরপর ভোররাতে কে বা কারা মন্দিরের টিনের ঝাপ খুলে ভেতরে ঢুকে দুর্গা, কার্ত্তিক, সরস্বতীর প্রতিমা ভাংচুর করে।

তিনি আরো বলেন, সকালে মন্দির কমিটি ও প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকে প্রতিমা সংস্কার করে পূজা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা আগামী ২০ অক্টোবর শুরু হবে।

প্রতিমা ভাংচুরের খবর পেয়ে সকালে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিকাইল ও র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/১৭৪৬ ঘ.
সূত্র

No comments:

Post a Comment