পটিয়ায় ১৬৩ পূজোমন্ডপের মধ্যে ৬০টি ঝুঁকিপূর্ণ

পটিয়া প্রতিনিধি : বৌদ্ধ বিহার ও হিন্দু সম্প্রদায়ের দূর্গা প্রতিমা ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় চট্টগ্রামের পটিয়ার সংখ্যালঘু সম্প্রদায় এবারের দূর্গাপূজা নিয়ে শঙ্কিত।  সম্প্রতি কক্সবাজার জেলা রামুতে ফেস বুকে পবিত্র কোরআন অবমাননার ছবিকে কেন্দ্র করে একটি উগ্রবাদী গোষ্ঠী বৌদ্ধ বিহার ও দূর্গা প্রতিমা ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়।

 দিন দুপুরে পটিয়া লাখেরা গ্রামের বৌদ্ধ বিহার ও প্রতিমা ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ১৭ দিন পেরুলেও স্বরাষ্টমন্ত্রী কিংবা সরকারের উচ্চ পর্যায়ের কোনো টিম সরেজমিনে পরিদর্শনে আসেনি। ফলে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও পূজা কমিটির নেতৃবৃন্দ চরমভাবে ক্ষুব্ধ। ২০ অক্টোবর থেকে দূর্গা পূজা শুরু। প্রতিমা ভাংচুরের ঘটনায় পটিয়ার ২২ ইউনিয়ন ও পৌরসভায় ১৬৩টি পূজোমন্ডপের মধ্যে ৬০টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তবে উপজেলা প্রশাসন এবারের দূর্গাপূজায় পটিয়ায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান। পটিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ জানিয়েছেন, এবার দুর্গা পূজায় পটিয়ায় সবচেয়ে বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। যাতে কোথায় কোনো অঘটন না ঘটে। পূজা চলাকালীন কেউ বিশৃঙ্খলা করলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।

সূত্র: দৈনিক সাঙ্গু

No comments:

Post a Comment