জগন্নাথপুরে সংখ্যালঘুর সম্পত্তি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সুনামগঞ্জের জগন্নাথপুরে সংখ্যালঘু পরিবারের কোটি টাকার ভূ-সম্পত্তি জবরদখলের চেষ্টা করছে একটি চক্র। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে ভূমিখেকোদের সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে এ অভিযোগ করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকাধীন ৪৪নং জগন্নাথপুর মৌজার রাম হরি রায় দে’র পূর্ব পুরুষের নামে ২.৯০ একর ভূমি রয়েছে। পরে তা অর্পিত সম্পত্তির তালিকায় নিয়ে গেলে রাম হরি রায় এর দখলে রয়েছেন। সম্প্রতি তিনি সুনামগঞ্জের অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনালে এ ভূমির অবমুক্তি মামলা করেন। মামলার পর ওই ভূমি বন্দোবস্ত না দেয়াসহ কারও কাছ থেকে খাজনা আদায় না করার জন্য তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেন। তা সত্ত্বেও একই গ্রামের রাসেল মিয়া ওই ভূমি জবরদখলের চেষ্টা শুরু করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ ক্ষমতার অপব্যবহার করে ২৭ আগস্ট ভূমিখেকো রাসেল চক্রের কাছ থেকে ওই ভূমির ১৪১৯ বাংলা সনের খাজনা গ্রহণ করে তাদের নামে রসিদ প্রদান করেন এবং ভূমি রাসেলদের দখলে দিতে নিজেই সীমানা দেওয়াল নির্মাণের উদ্যোগ নেন বলে অভিযোগ পাওয়া গেছে। অর্পিত সম্পত্তি নিয়ে ইউএনও আব্দুল ওয়াদুদের এহেন অপতৎপরতায় এলাকার সংখ্যালঘু পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।


দৈনিক জনকণ্ঠ, ১৭ সেপ্টেম্বর, ২০১২

No comments:

Post a Comment