চিরিরবন্দরে মসজিদ নির্মাণ নিয়ে উত্তেজনা: ইউএনও প্রত্যাহার

দিনাজপুর, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু অধ্যুষিত এলাকায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাড়িঘরে অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রশিদুল মান্নাফ কবীরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ছাড়া দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মালেককে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল ইসলাম (উপ-সচিব) বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী সাত দিনের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।” হিন্দু অধ্যুষিত এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে শনিবার দিনাজপুরের চিরির বন্দর উপজেলায় হিন্দুদের অন্তত ২০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। ভাঙচুর ও লুটপাট করা হয় আরো কয়েকটি বাড়িতে। মসজিদ নির্মাণ নিয়ে উত্তেজনার কারণে প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই সকাল ১০টায় অমরপুর ইউনিয়নের রাজাপুর এবং পাশের আব্দুলপুর ইউনিয়নের মাজপাড়া গ্রামে এই হামলা হয়। হামলা-ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার নির্বাহী কর্মকর্তার উস্কানিতে এ ঘটনা ঘটেছে।
 বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২৩৯ ঘ.
Sat, Aug 4th, 2012 10:45 pm BdST
 খবরের সূত্র: বিডিনিউজ২৪

No comments:

Post a Comment