চিরিরবন্দরে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা

Saturday, 04 August 2012 08:18:50 PM
 র্যাব-বিজিবি মোতায়েন
 রতন সিং, দিনাজপুর থেকে : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে একটি মসজিদ ঘর নির্মাণে হিন্দু সমপ্রদায়ের বাধা প্রদানকে কেন্দ্র করে ১২টি বাড়িতে অগ্নিসংযোগ ও এ ঘটনায় ২০ জন আহত হওয়ায় ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। সূত্র জানায়, চিরিরবন্দর উপজেলার ৬ নং উমরপাইল ইউনিয়নের রাজাপুর গ্রামের বলায় বাজার এলাকার একটি মসজিদ ঘর ছিল। ওই মসজিদের জমির মালিক চট্টগ্রাম মেট্রোপলিটন কলেজের প্রফেসর হামিদা খাতুন তার নিজ অর্থায়নে পাকাকরণের জন্য উদ্যোগ নেন। গত সপ্তাহে মসজিদ ঘরের স্থানে পাকা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু মসজিদ ঘর থেকে ২শ গজ দূরে অনেক পূর্ব থেকে একটি মন্দির রয়েছে। ওই এলাকায় মুসলমানের চেয়ে হিন্দু সমপ্রদায়ের বসতি অনেক বেশি। এ কারণেই হিন্দু সমপ্রদায়ের লোকজন মসজিদ ঘরটি ৫শ গজ দূরে নির্মাণ করার জন্য প্রস্তাব দিয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১ সপ্তাহ থেকে ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। শুক্রবার এই মসজিদঘর নির্মাণকে কেন্দ্র করে এক জামায়াত নেতা বক্তব্য দিয়ে জনসাধারণের মধ্যে ধর্মীয় অনুভূতি সৃষ্টি করেন। ফলে শনিবার ভোরে অসংখ্য লোক একত্রিত হয়ে রাজাবাজার গ্রামের হিন্দু সমপ্রদায়ের ১২টি বাড়িতে অগ্নিসংযোগ করে। ঘটনার সংবাদ পেয়ে জেলা প্রশাসক নিজে এবং পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। পুলিশ ও জেলা প্রশাসক পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে একত্রে বসানোর প্রক্রিয়া চালাচ্ছেন। এ ঘটনায় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়ায় ৭ জন আহত হয়। আহতদের মধ্যে নয়ন (২২) ও মহন (২৫) দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অপর ৫ জন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সার জন্য ভর্তি হয়েছে। এদিকে আব্দুলপুর ইউপি’র মাঝাপাড়া ও অমরপুর ইউপি’র বলাই বাজারে বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার মো. ময়নুল ইসলাম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। একটি মহল সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে অপরাধী যেই হোক তাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 সম্পাদনা : এটিএম আতিকুর রহমান
খবরসূত্র: Dhakatimes24.com

No comments:

Post a Comment