পরশুরামে চার মন্দিরে ভাংচুর, লুটপাট

পরশুরামে মুসলমানদের হামলায় ধ্বংসপ্রাপ্ত হিন্দু মন্দির
ফেনীর পরশুরামে ধ্বংসপ্রাপ্ত হিন্দু মন্দিরের অভ্যন্তরভাগ
ফেনী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর পরশুরাম পৌর এলাকায় শনিবার রাতে চারটি মন্দিরে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় রোববার পরশুরাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্দির কমিটির সদস্যদের বরাত দিয়ে পরশুরাম থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, রাত ৩/৪টার দিকে ১০/১৫ জন দুর্বৃত্ত উত্তর গুথুমা গ্রামের একটি সার্বজনীন এবং তিনটি পারিবারিক মন্দিরে ভাংচুর করেছে।

তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মূর্তিসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর ও তছনছ করে এবং টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

মন্দিওগুলো হল সার্বজনীন রাজ রাজেস্বর মন্দির, সুদীপ চন্দ্র রায়ের রামঠাকুর মন্দির, হরিপদ সাহার রামঠাকুর মন্দির এবং লিটন সাহার রাধাকৃষ্ণ মন্দির।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার , পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহাম্মদ খান, পরশুরাম পৌরসভা মেয়র নিজাম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আরো বলেন, মন্দির ভাংচুর ও লুটপাটের অভিযোগে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে সুদীপ চন্দ্র রায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.
খবরের লিঙ্ক

No comments:

Post a Comment