গাইবান্ধায় পাঁচটি মন্দিরের মূর্তি ভাংচুর

গাইবান্ধা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি গ্রামের চার পরিবারের মন্দিরের পাঁচটি প্রতিমা ভাংচুর করেছে দুবৃত্তরা।

পুলিশ জানিয়েছে, রোববার রাতের কোন এক সময় উপজেলার দক্ষিণউল্যা ভরতখালী গ্রামের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জলিলুর রহমান জানান, গ্রামের সাহাপাড়া কালিমাতা সার্বজনীন মন্দিরের মূর্তি, ঘোষপাড়ার নিতাই চন্দ্র ঘোষের মন্দিরের মূর্তি, ক্ষত্রিয়পাড়ার লাল চাঁন বর্মণের মন্দিরের মূর্তি এবং ছোট মাঝিপাড়ায় অনিল চন্দ্র দাসের মন্দিরের দুটি মূর্তি দুর্বৃত্তরা ভেঙে রেখে চলে যায়।

পরে রাত ১২টার দিকে ভরতখালী হাট থেকে বাড়ি ফেরা লোকজন সাহাপাড়া মন্দিরের মূর্তি ভাঙা অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

ভোরে অন্য তিনটি মন্দিরে পূজা দিতে গিয়ে পরিবারের সদস্যরা মন্দিরের প্রতিমাগুলোর মাথা ভাঙা অবস্থায় পান।

সাঘাটা থানার ওসি আহসান হাবীব জানান, এ ঘটনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভরতখালী ইউনিয়ন শাখার সভাপতি শ্রী সন্তোষ চন্দ্র বর্মণ বাদি হয়ে একটি মামলা করেছেন।

গাইবান্ধা জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভরতখালী গ্রামের আশপাশে ৪-৫টি পাড়ায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন তৎপর রয়েছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৪৫ ঘ.

সূত্র: bdnews24.com

No comments:

Post a Comment