গৌরনদীতে সংখ্যালঘু পরিবারের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ১৬ মার্চ ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের জয়শুরকাঠী গ্রামের একটি অসহায় হিন্দু পরিবারের বসতঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। তারা লুটপাট করে নিয়েছে ওই পরিবারের সকল ব্যবহৃত জিনিসপত্র। অসহায় ওই পরিবারের সহয় সম্পত্তি আত্মসাতের জন্য প্রভাবশালীরা এ নারকীয় তাণ্ডব চালিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে ওই গ্রামের দিনমজুর মনিন্দ্র দেওয়ানের স্ত্রী অনিতা দেওয়ান অভিযোগ করেন, তার দিনমজুর স্বামীর সহায় সম্পত্তি আত্মসাতের জন্য দীর্ঘদিন থেকে নানামুখী ষড়যন্ত্র করে আসছে একই গ্রামের প্রভাবশালী উত্তম ব্যাপারী, সুবল ব্যাপারী, ইন্দ্র শীল ও তাদের সহযোগীরা। তারই ধারাবাহিকতায় গত ১৫ দিন পূর্বে দিনমজুর মনিন্দ্র দেওয়ান রহস্যজনকভাবে নিখোঁজ হয়। সেই থেকে অদ্যাবধি মনিন্দ্রর কোন সন্ধ্যান মেলেনি। এ সুযোগে প্রভাবশালীরা মনিন্দ্রর সম্পত্তির মালিকানা দাবি করে বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে সম্পূর্ণ বসতঘরটি ভেঙ্গে মাটির সঙ্গে নিশ্চিহ্ন করে দেয়।
সূত্র: দৈনিক জনকণ্ঠ

No comments:

Post a Comment