হাটহাজারীর মন্দির ঠিক করতে হবে সরকারকে

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারীতে ক্ষতিগ্রস্ত মন্দির, ঘরবাড়ি ও দোকানপাট আগের অবস্থায় ফিরিয়ে দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

গত ৯ ফেব্রুয়ারি হাটহাজারীর নন্দীরহাটে লোকনাথ সেবাশ্রমের বার্ষিক উৎসবের শোভযাত্রা একটি মসজিদ অতিক্রমের সময় মুসল্লিদের কথা কাটাকাটির পর সেদিন ও পরদিন বেশ কয়েকটি মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ এবং হিন্দুদের বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে লুটপাট হয়।

এ নিয়ে আদালত স্বতপ্রণোদিত হয়ে একটি রুল দেওয়ার পাশাপাশি হাটহাজারী থানার ওসি ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপারকে তলব করেন।

তলবের আদেশে বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে দুজনই হাজির হন।

তাদের উপস্থিতিতে শুনানি শেষে আদালত মন্দির ও বাড়িঘর মেরামতের আদেশ দেয়।

আদালত একইসঙ্গে ঘরবাড়ি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার তিন দিনের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে।

এই ঘটনায় দায়ের করা মামলা তত্ত্বাবধান করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ওই ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক ও এসপির কোনো অবহেলা ছিল কি না, সে বিষয়টি খতিয়ে দেখতে বলেছে।

আদালতে এসপি-ওসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।

গত ৯ ও ১০ ফেব্রুয়ারির ভাংচুরের ওই ঘটনা নিয়ে ইংরেজি দৈনিক নিউ এইজের সাপ্তাহিক সাময়িকী ‘এক্সট্রায়’ প্রকাশিত একটি প্রতিবেদন গত ২৭ ফেব্রুয়ারি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও গণফোরাম নেতা সুব্রত চৌধুরী।

সুব্রত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ ও ১০ ফেব্রুয়ারি হাটহাজারীর ওই ঘটনায় ১৫টি মঠ-মন্দির-আশ্রম, ১২টি দোকান পাট ও ১৫টি বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪৫০ ঘ.

No comments:

Post a Comment