সিলেটে সংখ্যালঘুর দোকানে হামলা ॥ ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে সংখ্যালঘুর দোকানে হামলা ও লুটপাটের ৫ দিনেও মামলা নেয়নি শাহপরান থানা পুলিশ। ফলে বন্ধ হয়ে গেছে ওই পরিবারে ব্যবসা প্রতিষ্ঠান। চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে তাদের।

গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন এলাকাধীন বটেশ্বর কাটিমারায় এ ঘটনা ঘটে। বটেশ্বর গ্রামের অনীল চন্দ্র নাথের দোকান মা ভ্যারাইটিজ স্টোরে প্রতিবেশী আব্দুল হাশিম ওরফে রট মোল্লার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলায় দোকানে থাকা অনীল চন্দ্রের স্ত্রী ছায়ারানী আহত হন। তার চিৎকারে ২ ছেলেমেয়ে এগিয়ে গেলে তাদেরও আহত করে হামলাকারীরা। এ সময় হামলাকারীরা দোকানের ২০ হাজার টাকার মাল লুটসহ ব্যাপক ক্ষতি সাধন করে। এ ঘটনায় আহত ছায়ারানীর ছেলে অরুণ দেবনাথ থানায় মামলা করতে গেলে ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ। শাহপরান থানার ওসি এনামুল মনোয়ার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে মামলা নেয়া হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস (এইচআরসিবিএম) সিলেট জেলা সাধারণ সম্পাদক রাকেশ রায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আক্রান্তদের আইনী সহায়তা দানের আশ্বাস দেন।
সূত্র: দৈনিক জনকণ্ঠ

No comments:

Post a Comment