ভোলায় মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৫ জানুয়ারি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রায় শত বছরের পুরাতন বাটামারা কবিরাজ বাড়ির দরজায় রাধাগোবিন্দ সমাধিমন্দিরে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই স্থানীয় লোকজন এসে আগুন নেভালেও তার আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়। বুধবার বোরহানউদ্দিন থানার ওসি ঘটনার তদন্তে সরেজমিনে গিয়েছেন। মন্দিরের জমিদাতা পরিবারের সদস্য বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের অধ্যাপক নীলকমল জানান, তাদের এ মন্দির আজ থেকে প্রায় এক শ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৯২ সালের দাঙ্গায় ওই মন্দিরটি ভাঙচুর ও লুটপাট করে আগুন লাগিয়ে দেয়া হয়। ওই মন্দিরে কোন পূজা না হলেও অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মন্দিরে এলাকাবাসী আগুন জ্বলতে দেখে তারা নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অধ্যাপক নীল কমল আরও জানান, তাদের ধারণা কোন কুচক্রী মহল রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিতে পারে।

দৈনিক জনকণ্ঠ, ২৬ জানুয়ারি, ২০১২

No comments:

Post a Comment