গাইবান্ধায় মূর্তি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ১৮ অক্টোবর, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর পালপাড়া গ্রামে গত রবিবার রাতে সন্ত্রাসীরা কালী ও লক্ষ্মী মূর্তি ভাংচুর করেছে। ফলে গতকাল সোমবার শিবপুরের ওই মন্দিরের নির্ধারিত কালিপুজা বাতিল করে দিতে হয়। এ নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই ভাংচুরের ব্যাপারে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাসুদ, মেজবাহ ও সেলিমসহ ৬ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও মন্দির কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, শিবপুর পালপারা দুর্গা মন্দিরে নবমীর দিন (শনিবার) আরতি চলাকালে কতিপয় উচ্ছৃঙ্খল যুবক মেয়েদের উত্ত্যক্ত করে। এতে মন্দিরের স্বেচ্ছাসেবক দলের সদস্যরা তাদের বাধা দেয়। তখন ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে তাদের অশালীন ভাষায় গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। পরদিন রবিবার সন্ধ্যায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাসুদ (২৫), মেজবাহ (২২) ও সেলিম (২৪) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী মন্দিরে এসে স্বেচ্ছাসেবক দলের সদস্যদের সঙ্গে ঝগড়া বিবাদ শুরু করে। এক পর্যায়ে তারা স্বেচ্ছাসেবক দলের সদস্যদের ওপর চড়াও হয় এবং তাদের মারপিট করে।

দৈনিক জনকণ্ঠ, ১৯ অক্টোবর ২০১০

No comments:

Post a Comment