যশোরে সংখ্যালঘু পল্লীতে সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস।।
জেলার বাঘারপাড়ার দরাজহাটের কালিকাপুর গ্রামে সংখ্যালঘু পল্লীতে এখন আতঙ্ক বিরাজ করছে। গত রবি ও সোমবার একদল সন্ত্রাসী কালিকাপুর এবং পুকুরিয়া গ্রামে সংখ্যালঘু পরিবারগুলোতে ব্যাপক হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এরপর তারা এলাকা থেকে পালিয়ে যায়। এখন্ও অনেক পরিবারের মানুষ বাড়ি ফেরেনি।

গত রবিবার সকালে পুকুরিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ধলা মিয়া, আব্দুস সামাদ, জীবনর, রতনসহ ৭/৮ সন্ত্রাসী কালিকাপুর তাপসের বাড়িতে যায়। তারা তাপসকে ঘর থেকে বের করে উঠানে এনে ব্যাপক মারপিট করে। আশপাশের লোকজন এসেও তাকে রক্ষা করতে পারেনি। এ ঘটনার কিছুক্ষণ পর পুকুরিয়া, সুখদেবপুর, বুধোপুর গ্রামের শতাধিক সন্ত্রাসী এসে সংঘবদ্ধভাবে হামলা চালায় কালিকাপুর হিন্দু অধ্যুষিত পল্লীতে। এ সময় তারা গ্রামবাসীকে নির্বিচারে পেটাতে থাকে। ভাংচুর করে ঘরের আসবাবপত্র। হামলায় আহত হয় মাখন চন্দ্র বিশ্বাস, সুজিত বিশ্বাসসহ ১০ জন। ঘটনার পর গ্রামের বহু পরিবার আশ্রয় নেয় পার্শ্ববর্তী গ্রামে। পুলিশ গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবঙ গ্রামবাসীকে ফিরে আসার অনুরোধ করলেও তারা গ্রামে ফেরেনি।

দৈনিক জনকণ্ঠ, ১০ জুন, ২০০৯

No comments:

Post a Comment