নাটোরের সিংড়ায় প্রতিমা ভাংচুর

নাটোর প্রতিনিধি,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাটোরের সিংড়া উপজেলায় একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার গভীর রাতে উপজেলার রামানন্দখাজুরা ইউনিয়নের সোয়াইড় গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিমা ভাংচুরের পর এলাকার একটি হিন্দু পরিবারের একটি খড়ের গাদায়ও আগুন দেয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে দুর্বৃত্তরা সোয়াইড় গ্রামের সমর কুমার সরকারের খড়ের গাদায় আগুন দেয়। খড় ও বাঁশ পোড়ার শব্দে লোকজন ঘুম থেকে উঠে দেখতে পান গ্রামের কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে হরিদেবের প্রতিমা ভাংচুর করা হয়েছে।

সমর কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা আগে প্রতিমা ভাঙচুর করেছে। পরে তার খড়ের গাদায় আগুন লাগায়ছে। কেউ দুর্বৃত্তদের দেখতে পায়নি।

সিংড়া থানার ওসি গোলাম হায়দার ফাইজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার সকালে পুলিশ  ঘটনাস্থলে গেছে।

গত বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাইদীর মামলার রায় ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে জামায়াত-শিবির কর্মীরা। চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, গাজীপুরসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

No comments:

Post a Comment