চাঁপাইনবাবগঞ্জ ও মুন্সীগঞ্জে মন্দিরে আগুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও মুন্সীগঞ্জের লৌহজংয়ের গভীর রাতে মন্দিরে আগুন দিয়েছে জামায়াতে ইসলামীর মুসলিম তৌহিদী জনতা
বাংলাদেশের খবর ডেস্ক। সোমবার, মার্চ 4, 2013

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও মুন্সীগঞ্জের লৌহজংয়ের গভীর রাতে মন্দিরে আগুন দিয়েছে দুস্কৃতীরা।

জানা গেছে, রোববার গভীর রাতে শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা মহল্লার নতুন আলীডাঙ্গা বড় পেকুড়তলা সার্বজনীন পূজা সংঘ মন্দিরে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শারজিল হাসান সাংবাদিকদের জানান, রাত ৩টার পরে কোনো এক সময় মন্দিরে দুস্কৃতকারীরা আগুন দেয়। এতে মন্দিরের একাংশ পুড়ে যায়।

মন্দির কমিটির সভাপতি মিলন পাল জানান, এ ঘটনার পর এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন আতঙ্কে আছেন।

এদিকে, মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা এলাকায় রোববার রাতে কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্র জানায়, লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা ঋষিবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন কালী মন্দিরে রাত সাড়ে ১০টার দিকে আগুন দেখে গ্রামবাসী এগিয়ে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ সময় মন্দিরে তিনটি মূর্তি আংশিক ভাঙা অবস্থায় দেখা গেছে।

লৌহজং থানার ওসি জাকিউর রহমান জানান, কে বা কারা খোলা মাঠের পাশে নির্জন জায়াগার কালী মন্দিরের দেয়ালে আগুন লাগিয়ে দিয়েছিল। গ্রামবাসী তা দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাইদীর মামলার রায় ঘোষণার পর  থেকেই দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে জামায়াত-শিবির কর্মীরা। চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, গাজীপুরসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: বাংলাদেশের খবর

No comments:

Post a Comment