দেশজুড়ে জামায়াতী তাণ্ডব ॥ বলি ৩৪

০ সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘরে হামলা

চট্টগ্রাম অফিস ॥ মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির। দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়া ও গোলাগুলিতে নিহত হয়েছেন পুলিশের এক সদস্যসহ ৩ জন। তন্মধ্যে লোহাগাড়ায় ২ জন ও বাঁশখালিতে ১ জন নিহত হন। আহত হয়েছেন শতাধিক। উগ্রবাদীরা সংখ্যালঘু এলাকায় মন্দির ও বসতঘর ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটিয়েছে। বিশেষ করে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের সাতকানিয়া কেরানীরহাট, লোহাগাড়া এবং বাঁশখালিতে তাণ্ডব চলেছে ব্যাপক।

নোয়াখালী ॥ নোয়াখালীতে তা-ব চালিয়েছে জামায়াত-শিবির চক্র। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে জেলা শহর মাইজদী ও বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে। এ সময় রাজগঞ্জে মন্দিরে হামলা, ৮টি হিন্দু বাড়িতে ভাংচুর-আগুন ও ১৫টি দোকানে ভাংচুর এবং জেলা শহর মাইজদীতে ব্যাপক বোমাবাজি, একটি বাসা থেকে আসাববাপত্রে এবং বাস ডিপোতে আগুন দেয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের গুলিবিনিময়ের ঘটনাও ঘটে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ, ১ মার্চ, ২০১৩। লিঙ্ক

No comments:

Post a Comment