ভিকারুননিসা স্কুলে হিন্দু ছাত্রীরা সরস্বতী পূজা করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে  সনাতন হিন্দু ধর্মাবলম্বী ছাত্রীদের সরস্বতী পূজা আয়োজন করতে দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

১৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা। তাই ভিকারুননিসায় অধ্যয়নরত সনাতন ধর্মাবলম্বী ছাত্রী প্রতিষ্ঠানে পূজা আয়োজনের অনুমোদন দেওয়ার জন্য গত সেপ্টেম্বর মাসে কলেজ অধ্যক্ষের কাছে আবেদন করলেও অনুমোদন মেলেনি। অভিভাবকদের পক্ষ থেকেও কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করে অনুমতি চাওয়া হয়। কিন্তু অধ্যক্ষ জানান, এবার সম্ভব নয়। পরবর্তী বছর থেকে দেখা যাবে।

বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকেরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদনের একটি অনুলিপি পাঠান।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেদম প্রথম আলোকে বলেন সব ধর্মের প্রতিই আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু এবার হঠাৎ করেই এই আবেদন এসেছে।

প্রথম আলো, ৬/২/১২১৩

No comments:

Post a Comment