নওগাঁয় সংখ্যালঘুর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ

আদালতের নির্দেশ অমান্য
নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ ডিসেম্বর ॥ আদালতের নির্দেশ এবং পৌরবিধি লঙ্ঘন করে বৃহস্পতিবার সকালে নওগাঁ শহরে ‘কুন্ডু সপিং কমপ্লেক্সের’ স্বত্বাধিকারী অজয় কুমার কুন্ডু গংদের প্রায় দুই শ’ বছরের পুরনো পৈত্রিক বসতবাড়ি ও বিল্ডিং গুঁড়িয়ে দিয়েছে খোদ পৌর কর্তৃপক্ষ। পেছনের একটি শত্রু সম্পত্তিতে বসবাসকারী জনৈক ব্যক্তিকে প্রধান সড়কের সঙ্গে চলাচলের রাস্তা বের করে দেয়ার নামে পাশেই আরও ভিপি সম্পত্তি থাকা সত্ত্বেও ওই সংখ্যালঘুর পৈত্রিক জমিতে পুরনো এবং নতুন বিল্ডিং এভাবে গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পৌরসভার ৩ কাউন্সিলরের নেতৃত্বে প্রায় ৩০/৪০ জনের একদল লেবার সন্ত্রাসী কায়দায় সংখ্যালঘুর বসতবাড়িতে এহেন তা-ব চালানোর ঘটনায় শহরের সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ সময় বাড়ি ভাঙতে নিষেধ করায় অজয়ের বোন গায়ত্রী কুন্ডুর (৫৩) মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। পৌর কাউন্সিলররা যাওয়ার আগে বাড়ির মালিক অজয় কুমারের কাছে তার কোন জিনিস খোয়া যায়নি বলে একটি কাগজে জোড় করে স্বাক্ষর করে নিয়ে গেছে বলেও দাবি করা হয়েছে।
জানা গেছে, অজয় কুমার কুন্ডুরা ৪ ভাই মিলে দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক জমিতে নির্মিত প্রায় দুই শ’ বছরের পুরনো বাড়িতে বংশানুক্রমে বসবাস করে আসছে। প্রয়োজনের তাগিদে তাদের জমিতেই কক্ষ বাড়ানোর জন্য পৌরসভায় গত ২১ মে পৌর প্ল্যান পাশের জন্য গৃহনির্মাণ ফি প্রদান করেছে। সেই সঙ্গে পৌর কর্তৃপক্ষের মৌখিক অনুমতিতে কক্ষ নির্মাণ কাজ শুরু করে। এদিকে ওই জমির পেছনে একটি শত্রুসম্পত্তি বলে চিহ্নিত জমি সম্প্রতি তানজিলা নাসরিন নামে এক ব্যক্তি নিজের কেনা জমি দাবি করে অজয়দের পৈত্রিক সম্পত্তিতে কক্ষ নির্মাণ কাজে বাধা দিয়ে পৌরসভায় কাজ বন্ধের আবেদন জানায়। অজয় গত ২০ মে পৌর মেয়র বরাবর তার লিখিত জবাবও দিয়েছে। এতে হুমকি-ধমকি কমেনি। পরে অজয় কুমার তার সাবেক দাগ নং ৫২১ এবং হাল দাগ ২৫৯১ ও ২৫৯২ দাগের ওপর অবস্থিত বাড়ি ও মার্কেটের দোকানঘর বা অন্য কোন স্থাপনা যাতে কেউ ভাঙ্গতে না পারে তার জন্য নওগাঁ সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করলে আদালত পৌর মেয়রের ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং কারণ দর্শানোর আদেশ দেয়। কিন্তু মামলাটি চলমান থাকা সত্ত্বেও এবং গৃহনির্মাণ ফি প্রদানের ৩ মাস অতিক্রম হলেও এদিন সম্পূর্ণ সস্ত্রাসী কায়দায় বিল্ডিংটি গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে তারা দাবি করেন। এতে তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে বলা হয়েছে। স্থানীয়রা জানান, যেদিক দিয়ে ওই প্রভাবশালী ব্যক্তির চলাচলের রাস্তা তৈরির জন্য পৌর কর্তৃপক্ষ যে তা-ব চালল, সেখান কোনদিনই কোন রাস্তা বা গলিপথ ছিল না। অথচ তার ২/৩ বিল্ডিং পূর্ব পাশ দিয়ে নকসা কাটা যে রাস্তা ছিল সেটি উদ্ধারে পৌর কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই। এমন কি রাস্তার পাশ দিয়ে যে ড্রেন নির্মাণ করা হচ্ছে, সেই ড্রেনের ওপর দোকান নির্মাণ করা হলেও তা সরিয়ে দেয়া হচ্ছে না। এ ব্যাপারে পৌরমেয়র নজমুল হক সনি জানান, পাশের মারোয়ারির জায়গা ছাড়া থাকলেও কুন্ডুদের কোন জায়গা ছাড়া নেই। তাই পৌরসভার সকল নিয়মকানুন মেনেই বিল্ডিংটি ভাঙ্গা হয়েছে।

dailyjanakantha.com

No comments:

Post a Comment