গাইবান্ধায় এক সংখ্যালঘুর আর্তি

নিজস্ব সংবাদদাতা, ৪ নভেম্বর।। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ফলিয়া গ্রামের মণিন্দ্র নাথ দাস ও তার অসহায় পরিবার ওই এলাকার খায়রুল বাহিনীর সন্ত্রাসী চক্রের হাতে জিম্মি হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ত্রাসীরা তাদের সম্পত্তি জবরদখল করে জোরপূর্বক সেখানে ঘর নির্মাণের পায়তারা চালাচ্ছে। অথচ এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাচ্ছে না ওই অসহায় পরিবারটি।

রবিবার গাইবান্ধ প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এসে নির্যাতিত ওই সংখ্যালঘু পরিবারটি সরকারের উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। মণিন্দ্র নাথ দাস জানান, ফলিয়া মৌজা (আরএস খতিয়ান-৫৭১, জেএল-৮৩, দাগ-২৬৫)'র ৩৭ শতক জমির মধ্যে ৬ শতক জমি পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে। পানি উন্নয়ন বোর্ডর বাঁধের পূর্ব-পশ্চিম পাশে অবস্থিত বাকি ৩১ শতক জমি। জেলা প্রশাসক কর্তৃক পিলার দিয়ে সীমানা চিহ্নিত করে দেয়া হয়। সেই জমিতে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে সে ব্যবসা করে জীবনজীবিকা নির্বাহ করে আসছিল।

দৈনিক জনকণ্ঠ, ৫ নভেম্বর ২০১২।

No comments:

Post a Comment