সুনামগঞ্জের মধ্যনগরে কালী মন্দিরে আগুন ॥ দুর্বৃত্তদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৯ নবেম্বর ॥ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে রাতের আঁধারে একদল দুর্বৃত্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কালী মন্দির। ধর্মপাশার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে কালী মন্দির জ্বালিয়ে দেয়ার ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। সুনামগঞ্জের মধ্যনগরে নোয়াগাঁও মন্দিরে অগ্নিসংযোগের ঘটানার নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেফতার দাবি জানিয়েছেন জেলা পুজো উদযাপন পরিষদের নেতারা। জানা গেছে, উপজেলার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কালি মন্দির কমিটির নামে ইজারা নেয়া একটি জলমহাল নিয়ে দীর্ঘদিন থেকেই পার্শ্ববর্তী দুগনই গ্রামের একটি প্রভাবশালীর সঙ্গে দন্দ চলে আসছিল। ধারণা করা হচ্ছে এরই জের ধরে রবিবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত সুকৌশলে স্থানীয়ভাবে ইস্যু তৈরির উদ্দেশ্যে নোয়াগাঁও গ্রামের কালী মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছে। এ ব্যাপারে কালী মন্দির কমিটির সদস্য সুবোধ চন্দ্র সরকার বাদী হয়ে মধ্যনগর থানায় সোমবার সকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গণিউজ্জামান লস্কর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন জানান, ঘটনার নেপথ্যে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে মন্দিরে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পুজো উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার দাবি জানান।



দৈনিক জনকণ্ঠ, ২০/১১/১২। লিঙ্ক

No comments:

Post a Comment