কলেজছাত্রী বড় বোনকে বাঁচাতে গিয়ে বড় বোন মারপিটের শিকার

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৬ নভেম্বর।।
গোপালগঞ্জে বখাটেদের হাত থেকে কলেজছাত্রী ছোট বোনকে বাঁচাতে গিয়ে বখাটেদের মারপিটের শিকার হয়েছে বড় বোন। গুরুতর আহতাবস্থায় এখন সে হাসপাতালে ভর্তি। কালীপূজো'র মেলা দেখে মামার সঙ্গে দু'বোন বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল থেকেই শহরের নিকটবর্তী রঘুনাথপুর গ্রামে এ মেলা বসে। জানা যায়, রঘুনাথপুর মন্ডল মার্কেট এলাকার বাক-প্রতিবন্ধী দীলিপ বৈদ্যের মেঝ ও সেঝ মেয়ে বাণী (১৭) ও সাথী (১৬) তাদের মামা ত্রিনাথ বাড়ৈকে নিয়ে মেলা দেখে সন্ধ্যার দিকে ফেরার পথে মন্ডল মার্কেট সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে ওই এলাকার মুক্তা শেখের ছেলে মফিজ ও এবাদত শেখের ছেলে সুমনসহ ৭-৮ জনের একটি বখাটের দল তাদের পথরোধ করে এবং সাথীর হাত ধরে টানা-হেঁচড়া করে। সঙ্গে সঙ্গে মামা ত্রিনাথ তাদের বাঁধা দিতে গেলে বখাটেরা তাকে এলোপাথাড়ি মারধর করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা তাদের হুমকি দিয়ে দৌড়ে পালায়। পরে বানীকে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক জনকণ্ঠ, ১৭ নভেম্বর, ২০১২

No comments:

Post a Comment