সুনামগঞ্জে মূর্তি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৯ নবেম্বর ॥ সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরে অবস্থিত শ্মশান কালী মন্দিরে ৭টি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। এদিকে মূর্তি ভাঙ্গার প্রতিবাদের দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন পালন করেছেন বাংলাদেশ হিউম্যান রাইট কংগ্রেস ফরমাইনরিটিজ সুনামগঞ্জ জেলা শাখা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল। ঘটনার পর শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের টহল দিয়েছে র‌্যাব ৯-এর একটি দল। মূর্তি ভাঙ্গার খবর শহরের ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, পুলিশ সুপার নূরে আলম মিনা, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোঃ এনামুল কবির ইমন, পৌর সভার মেয়র আয়ুব বখত জগলুল ও স্থানীয় কাউন্সিলরসহ জনপ্রতিনিধিরা।
দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিউম্যান রাইট কংগ্রেস ফর মাইনরিটিজ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশ, যুগ্ম আহ্বায়ক অনুপম তালুকদার, বিন্দু তালুকদার, সুনামগঞ্জ কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সা. সম্পাদক এ্যাডভোকেট বিশ্বজিত চক্রবর্তী, তারক ব´ কীর্তন কমিটির সভাপতি এ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, লোকনাথ সংঘের সভাপতি শংকর বণিক।

দৈনিক জনকণ্ঠ, ১০.১১.১২। লিঙ্ক

No comments:

Post a Comment