মুন্সীগঞ্জে দুর্গাপ্রতিমা ভাঙচুর

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ছোট শিকারপুর গ্রামের বটতলা দুর্গা ম-পের মূর্তি ভাংচুর হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কে-বা রা দুর্গাসহ ৬টি মূর্তির মুখের অংশ ক্ষতিগ্রস্ত করেছে। পুজো কমিটির সভাপতি কেশব চক্রবর্তীর এই তথ্য দিয়ে জানান, রাত ২টা পর্যন্ত ম-পে পূর্ণাঙ্গ প্রতিমাটি ম-পে স্থাপনের কাজ করা হয়। এর পরই কোন এক সময়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ম-পের সব মূর্তি কমবেশি ক্ষতিগ্রস্ত করে। তা ছাড়া পুজো ম-পও তছনছ করেছে। এতে সনাতন ধর্মাবম্বলীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। বুধবার স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, দুর্বৃত্তদের গ্রেফতার চেষ্টা চলছে। অন্য ম-পগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওসি জানান, ম-পটিতে যথাসময়ে পুজো আয়োজন করতে ক্ষতিগ্রস্ত মূর্তিগুলো মেরামতের কাজ শুরু করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ জানান, সাম্প্রদায়িক সম্প্রতি এই দেশে একটি মহল পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। রামুর ঘটনারই যোগ সূত্রে এই ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন। দোষীদের দ্রুত গ্রেফতারে নির্দেশ দিয়ে তিনি এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান। কেশব চক্রবর্তী জানান, প্রতিমা দুর্গা, লক্ষ্মী, কার্ত্তিক ও সরস্বতীর মাথা সম্পূর্ণ এবং অসুরের মুখ এবং পেটের অংশ ভেঙ্গেছে। মোট ৬টি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: দৈনিক জনকণ্ঠ

No comments:

Post a Comment