ফরিদপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩১ আগস্ট ॥ ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখল করতে এসে প্রতিরোধের মুখে দখল না করতে পেরে হামলা চালিয়ে ওই পরিবারের বৃদ্ধা মাতাসহ ৩ জনকে আহত করেছে। শুক্রবার সকালে স্থানীয় প্রভাবশালী জেলায়েত-জাফর বাহিনীর সন্ত্রাসীরা এ হামলা চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।
জানা যায়, শুক্রবার সকালে বিষ্ণুদিয়া গ্রামের কৃষক দেবদাস কুমার বিশ্বাসের ৩০ শতাংশ কৃষি জমি স্থানীয় প্রভাবশালী জেলায়েত-জাফর বাহিনীর ২০/২২ জন লাঠিসোটা নিয়ে দখল করতে আসে । এ সময় এই কৃষক পরিবারের লোকজন তাদের বাধা দিতে গেলে হামলাকারীরা হামলা চালিয়ে হিন্দু পরিবারের তিন সদস্যকে আহত করে। আহত দেবদাস বিশ্বাসের মা চারুবালা বিশ্বাস (৭৪), ভাই সুকুমার বিশ্বাস ও ভাগ্নে শিশির বিশ্বাসকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।





দৈনিক জনকণ্ঠ, ১ সেপ্টেম্বর, ২০১২, লিংক

No comments:

Post a Comment