ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিকার দাবি

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৩ মে ॥ ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ ও তার প্রতিকার চেয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে। রবিবার দুপুরে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের নির্যাতিত লোকজন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে তাদের অভিযোগ দাখিল করেন। এ সময় জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নান, পুলিশ সুপার পঙ্কজ ভট্টাচার্য ও ব়্যাবের অধিনায়ক স্কোয়াড্রন লিডার হামিদ উপস্থিত ছিলেন। নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের পক্ষে তাদের নির্যাতনের করুণ কাহিনী বর্ণনা করেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগরে তথ্য ও গবেষণা সম্পাদক কনক কান্তি দাস ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুবির সমাদ্দার। অভিযোগে বলা হয়, জেলার বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভিটাবাড়ি থেকে উচ্ছেদ, চাঁদাবাজি, অপহরণের পর হত্যা, চাঁদার দাবিতে বাড়িঘরে বোমা হামলা, ধর্ষণসহ নানা ধরনের অত্যাচার, জুলুম নির্যাতনের শিকার হচ্ছে।

দৈনিক জনকণ্ঠ

No comments:

Post a Comment