বাগেরহাটে সংখ্যালঘুর বাড়িতে হামলা ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট, ১০ এপ্রিল ॥ বাগেরহাটের চিতলমারীতে স্কুল নির্বাচনকে কেন্দ্র করে দাঙ্গাবাজ কতিপয় ব্যক্তি মঙ্গলবার হিন্দুবাড়ি ভাংচুর করেছে। এ সময় হামলাকারীদের মারপিটে ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূসহ ১১ জন আহত হয়েছে। আহতরা হলো- সুকান্ত চৌধুরী, তার ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মিনতী চৌধুরী, ডব্লিউ চৌধুরী, কিশোর বিশ্বাস, বিরান বৈরাগী, বংশ বৈরাগী, সুবল মজুমদার, প্রকাশ চৌধুরী, আরতী চৌধুরী, মৃলাণী চৌধুরী ও সঞ্জয় চৌধুরী আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থার সুকান্ত চৌধুরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ হামলা ও ভাংচুরের ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার মুক্ত বাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার ছিল। এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ১০টায় পাঙ্গাশিয়া গ্রামের স্কুলের বর্তমান কমিটির সদস্য বিরান বৈরাগীকে বাবুগঞ্জ-চরশৈলদাহ গ্রামের দাঙ্গাবাজ মাসুমসহ ৩-৪ ব্যক্তি মারপিট করে। এ সময় ওই স্কুলের প্রধান শিক্ষকসহ স্থানীয়রা ঘটনাটি মীমাংসা করে দেন। এর সূত্র ধরে মাসুম, মামুন ও বাচ্চুর নেতৃত্বে ২০-২৫ জন লোক পাঙ্গাশিয়া গ্রামের সুকান্ত, সুশান্ত ও ডাব্লিউর বাড়িতে হামলা চালায়। তারা সুকান্তর বাড়ি ভাংচুর করে। তবে ওই এলাকার মানুষ পুনরায় হামলার ভয়ে আতঙ্কিত রয়েছে। এ ব্যপারে মাসুম ও তার লোকজন বাড়িঘর ভাংচুরের কথা অস্বীকার করেছেন। মুক্ত বাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলক চন্দ্র মজুমদার জানান, নির্বাচনকে কেন্দ্র করে নয়। অন্য ঘটনায় বসতবাড়ি ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। তবে থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ

No comments:

Post a Comment