রূপগঞ্জে সংখ্যালঘু পাড়ায় যুবলীগের তাণ্ডব

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২৩ ফেব্রুয়ারি ॥ রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা আদায়ের পরও সংখ্যালঘুপাড়ায় তা-ব চালিয়েছে যুবলীগের ক্যাডাররা। এ সময় তারা সংখ্যালঘুদের বসতবাড়িতে হামলা, ভাংচুরসহ ৫ সংখ্যালঘুকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। ঘটনার প্রতিবাদে রূপগঞ্জ থানায় অবস্থান নেয় সংখ্যালঘু সদস্যরা। চাঁদাবাজির ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে তাঁরা জানান। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সংখ্যালঘুরা জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার দাসপাড়া এলাকায় তাদের এক টুকরো জমি দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌর যুবলীগের সদস্য ইকবাল হোসেন দখলের চেষ্টা করে আসছিল। পরে স্থানীয় গ্রাম্য সালিশীতে তাকে দেড় লাখ টাকা দেয়া হয়। টাকা আদায়ের খবর জানাজানি হয়ে গেলে বুধবার রাত ৯টায় এবং বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় দু’দফা ইকবাল তার বাহিনীর লোকজন নিয়ে সংখ্যালঘুদের পাড়ায় হামলা করে। এ সময় তারা দাসপাড়ার বেশ কয়েকটি বসতবাড়িতে ঢুকে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে এলে তারা আনন্দ দাস, দুর্গতি রানী দাস, কানন রানী দাস, পার্বতী রানী দাস, নয়নতারা দাসকে পিটিয়ে আহত করে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১০টায় সংখ্যালঘুপাড়ার সদস্যরা রূপগঞ্জ থানায় অবস্থান নেন। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে তারা অবস্থান প্রত্যাহার করেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এটা জমিসংক্রান্ত বিষয়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
সূত্র: দৈনিক জনকণ্ঠ

No comments:

Post a Comment