পটিয়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে হামলা; ৫ দিনেও পুলিশ রহস্য উদঘাটন করতে পারেনি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৭ জানুয়ারি।। চট্টগ্রামের পটিয়ায় মুখোশপরিহিত সন্ত্রাসীরা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে ভাঙচুরের ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ রহস্য উদ্ঘাটন করতে পারেনি। মঞ্চ, তোরণ ও ভাঙ্গাচোরা প্যান্ডেলের মধ্য দিয়ে মঙ্গলবার নামযজ্ঞ অনুষ্ঠান শেষ হয়েছে। সকালে সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আবদুল আউয়াল ও পটিয়া থানার অফিসার ইনচার্জ আবদুস সবুর ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের ব্যাপারে এলাকাবাসীকে আশ্বাস দেন। জানা গেছে, পৌষসংক্রান্তি উপলক্ষে উপজেলার হাইদগাঁও মুক্তালতা পাঠাগারের উদ্যোগে প্রতিবছরের ন্যায় গত ১৪ জানুয়ারি ৪ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুর আগের দিন মুখোশপরিহিত সন্ত্রাসীরা চাপাতি, দা, কুড়াল নিয়ে উৎসবের তোরণ, প্যান্ডেল, ব্যানার, বৈদ্যুতিক বাল্ব ভাঙচুর করে নামযজ্ঞ অনুষ্ঠান মুখোশপরিহিত সন্ত্রাসীরা যেভাবে ভাঙচুর করেছে তা খুবই ন্যাক্কারজনক। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দৈনিক জনকণ্ঠ। ১৮ জানুয়ারি ২০১২

No comments:

Post a Comment