সাভারে মন্দিরের দেয়াল ভাঙচুর

সাভার প্রতিনিধি
সাভারে ইস্কন মন্দিরের ২টি দেয়াল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কয়েক দিন আগে একই মন্দিরে প্রকাশ্যে হামলা চালিয়ে সাধুদের আহত করেছে অভিযোগ ওই মন্দির কর্তৃপক্ষের। গত শুক্রবার ভোরে সাভারের কাতলাপুর এলাকার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংর (ইস্কন) মন্দিরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার পর থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মন্দির পুরোহিত রামচৈতন্য দাস জানান, মন্দিরটি দখলের জন্য একটি মহল এভাবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে সেই দখলদারদের নেতৃত্বে কয়েকবার আচমকা হামলা করা হয়। তিনি আরো জানান, ৩০ বিঘা সম্পত্তির ওপর কানাইলাল জিউর মন্দিরের মালিকানা থাকলেও অর্ধেক সম্পত্তি এখন ভূমিদস্যুদের দখলে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইস্কনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
সূত্র: আজকালের খবর

No comments:

Post a Comment