সিলেটে ভূমি দখলের চেষ্টায় সংখ্যালঘুর বাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট নগরীর যতরপুরে সোমবার বিকেলে সংখ্যালঘুর বাড়িতে হামলা চালিয়েছে ভূমিখেকোরা। হামলা ও ভাংচুর করে ভূমি দখলে ব্যর্থ হয়েছে তারা। মোটরসাইকেলে আসা ১০/১২ জনের একদল লোক মনীন্দ্র রঞ্জন দে'র বাড়িতে আকস্মিক হানা দেয়। তারা মনীন্দ্রকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে পরিবারের লোকবজনকে নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মনীন্দ্রের স্ত্রী দিবা রানী দে ৪ জনের নাম উলেস্নখ করে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। দিবা রানী দে জানান, তাঁর স্বামী তাঁর স্বজনরা দীর্ঘকাল ধরে যতরপুরের নবপূষ্প ১২/৩, বাসায় বসবাস করে আসছেন। ওই ঠিকানার জমি জবরদখলের লক্ষ্যে একদল লোক দীর্ঘদিন ধরে নানা অপতৎপরতা চালাচ্ছে। ভূমিখেকোরা জনৈক কামাল আহমদ, জামাল আহমদ, সুহেল আহমদ তাদের নামে বাড়ির ভূমির ভুয়া লিজপত্র সংগ্রহ করে। পরে এ বছরের ৩০ জানুয়ারি রাতের আঁধারে সন্ত্রাসী হামলা চালিয়ে তার বৃদ্ধা শাশুড়িসহ কয়েকজনকে গুরুতর আহত করে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন তিনি। মামলাটি বর্তমানে বিচারাধীন ও আসামিরা জামিনে রয়েছে। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ে লিজ বাতিল হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ভূমিখেকোরা তার পরিবারের লোকদের হামলা-মামলাসহ বিভিন্নভাবে নাজেহাল ও ঘায়েল করার চেষ্টা করছে।

দৈনিক জনকণ্ঠ, ২৫ অক্টোবর, ২০১১। লিংক

No comments:

Post a Comment