নেত্রকোনা ও বন্দরে পূজামণ্ডপে হামলা

যুগান্তর ডেস্ক
শারদীয় দুর্গা পূজায় নারায়ণগঞ্জের বন্দর ও নেত্রকোনায় পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। এতে পুরোহিতসহ ৪ জন আহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন যুগান্তরের নেত্রকোনা ও বন্দর প্রতিনিধি--

বন্দর: দুটি মণ্ডপে বৃহস্পতিবার হামলা, সংঘর্ষ ও মারামারি হয়েছে। এতে পূজামণ্ডপের দুই পুরোহিতসহ চারজন ভক্ত ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বন্দরের র্যালি লেজারার্স মণ্ডপে দেবী দর্শনের নামে একদল যুবক মদ খেয়ে হৈহল্লা শুরু করে। এ সময় ওই মণ্ডপের পুরোহিত শংকর চক্রবর্তী ও অনিল চক্রবর্তী তাদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ৮-১০ জন বখাটে যুবক পুরোহিতদ্বয়কে পিটিয়ে আহত করে। অপরদিকে উচ্চ শব্দে গান বাজিয়ে নৃত্য করার সময় বৃহস্পতিবার ভোরে বন্দরের লাল জিউর আখড়া পূজামণ্ডপে দর্শনার্থী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

নেত্রকোনা: শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিনে বুধবার রাতে জেলা শহরের সাতপাই এলাকার (গাড়া রোডে) সার্বজনীন পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপের সামনে আয়োজিত সংস্কৃতিক অনুষ্ঠানে একদল উচ্ছৃঙ্খল যুবক হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে।

যুগান্তর, ০৭ অক্টোবর, ২০১১। পৃষ্ঠা-১৬

No comments:

Post a Comment