'ঢাকেশ্বরী মন্দিরে চুরির ঘটনা পরিকল্পিত'

Sun, Jan 9th, 2011 10:20 pm BdST

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চুরি ও মন্দির অঙ্গন অপবিত্র করার ঘটনার নিন্দা জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ।

রোববার কমিটি আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করেন, ধর্মীয় সংখ্যালঘু স¤প্রদায়ের মনোবল ধ্বংস করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা অবিলম্বে দৃর্বৃত্তদের চিহ্নিত করে কঠোর শাস্তি দাবি করেন।

কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্দির অপবিত্র করার কারণে আপাতত মন্দিরে পূজা অর্চনা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে দুর্বৃত্তরা তালা ভেঙ্গে দেবী মূর্তির প্রায় ২শ' ভরি সোনার গহণা, দুটি প্রণামী বাক্স থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ, সাংবাদিক বাসুদেব ধর প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২২০০ ঘ.

1 comment:

  1. বাংলাদেশে এটি একটি স্বাভাবিক ঘটনা। এও জানি এর কোনো কিনারা হবেনা। তদন্তও হবে লোকদেখানো।

    ReplyDelete