লক্ষ্মীপুরে সংখ্যালঘু পরিবারকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদের হুমকি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২২ আগস্ট।। লক্ষ্মীপুরে সংখ্যালঘু নিরোদ বরণ সাহার পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। এতে গোটা পরিবার বর্তমান সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছে। সদর উপজেলা দক্ষিণ হামছাদী মৌজার বসতভিটা থেকে স্থানীয় যুবদল নেতা এ হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জমির মূল মালিক নিরোদ বরণ সাহা মো: ফরিদ উদ্দিনকে বিবাদী করে লক্ষ্মীপুর সদর থানায় একটি জিডি করেছেন। শত বছর ঐতিহ্যবাহী আনন্দ সাহার বাড়ির ওয়ারিশ মৃত ননী গোপাল সাহার পুত্র জমির মালিক নিরোধ বরণ সাহা চাকরির সুবাদে লক্ষ্মীপুরের বাহিরে থাকেন। দক্ষিণ হামছাদী মৌজার ৫ নং খতিয়ানভুক্ত ৫৭২৩ দাগের ৪০ শতাংশের এ বাড়ি থেকে উচ্ছেদের জন্য হুমকি দেয়া হচ্ছে। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে এসে এসব জমির দেখভাল করেন। বর্তমানে বাড়িটিতে শত বছরের ঐতিহ্যবাহী একটি পুরনো পাকা একতলা ভবন রয়েছে। ওই বাড়িতে নিরোধ বরণ সাহার বড় বোন ঝন্টু রানী সাহা (৬০) সন্তান-সন্ততি, নাতি-নাতনি নিয়ে দীর্ঘদিন থেকে ওই বাড়িতে বসবাস করে আসছে। ইতোপূর্বে ঝন্টু রানীর স্বামী পরলোকগমন করেছেন। বিধবা-অবলা এ মহিলা পরিবার পরিজন নিয়ে বাড়ি থেকে উৎপাদিত নারিকেল-সুপারি ইত্যাদির আয় দিয়ে সংসার পরিচালনা করছেন। বিধবা এ মিহলাসহ পরিবারটিকে ভিটেমাটি থেকে চিরতরে উচ্ছেদের জন্য স্থানীয় সন্ত্রাসীরা হুমকি দিয়ে আসছে। একই সঙ্গে বাড়ির নারিকেল সুপারিসহ ফল-ফলাদি লুটপাট করে নিয়ে যচ্ছে। সন্ত্রাসীদের হুমকির মুখে ঝন্টু রানীর নবম শ্রেণীর পড়ুয়া নাতনি স্কুলে যেতেও সাহস পাচ্ছে না।

দৈনিক জনকণ্ঠ, ২৩ আগস্ট ২০১০ খ্রিস্টাব্দ

No comments:

Post a Comment