সংখ্যালঘু পরিবারে সন্ত্রাসী হামলা

নিজস্ব সংবাদদাতা, গলাচিপা।।
গলাপিচার চর আগস্তি গ্রামে সন্ত্রাসী হামলায় দু'টি সংখ্যালঘু পরিবারের অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মনোরঞ্জন হাওলাদারকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় রবিবার বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দু'পায়ের হাড় পিটিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে। একই ভাবে পিটিয়ে পায়ের হাঁটুর চোড়া গুঁড়িয়ে দেয়া হয়েছে গৃহবধু শীলা রাণী (৩৫) ও সুমা রাণীর (৩০)। তাদের অবস্থাও সঙ্গীন। তারা গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত গৌরাঙ্গা মিস্ত্রি ও গোকুল মিস্ত্রিকে একই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রবিউল ইসলাম জানান, আহত মনোরঞ্জন হাওলাদারের স্ত্রী আলো রানী এ ঘটনায় বাদী হয়ে রবিবার একটি অভিযোগ জমা দিয়েছেন।
দৈনিক জনকণ্ঠ, ২৯ জুন ২০১০

1 comment:

  1. বাংলাদেশের হিন্দুরা ইসরায়েলের ইহুদীদের মতো চোয়াল চেপে লড়াই করুন। জয় আপনাদের হবেই। মুসলমানদের মতো বাংলাদেশ হিন্দুদেরও।

    ReplyDelete