মিঠাপুকুরে দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ

রংপুর ও মিঠাপুকুর প্রতিনিধি : 

রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে দুষ্কৃতকারীরা একটি মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে। এ ব্যাপারে মন্দির কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও এসপির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, মিঠাপুকুর থানা থেকে মাত্র ১০০ গজ দূরে অবস্থিত চিকলি মধ্যপাড়া কৃষ্ণ বিলাশ মন্দিরে দুর্গা প্রতিমা তৈরির কাজ করে লোকজন বৃহস্পতিবার ভোররাতে বাড়ি চলে যায়। এ সুযোগে কে-বা কারা মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভেঙে চুরমার করে চলে যায়। সকালে মন্দির কমিটির লোকজন এসে দেখেন প্রতিমাগুলো ভাঙা। দ্রুত তারা ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা, এসপি ও ডিসির কাছে অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি বিনদ চন্দ্র মোহন্ত জানান, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাব হোসেন বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভোরের কাগজ, ১১ সেপ্টেম্বর, ২০০৯

No comments:

Post a Comment