মন্ত্রিসভার বৈঠকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণসহ তিনটি বিল অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) বিলসহ মন্ত্রিসভার বৈঠকে তিনটি বিলের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে দেশে সাড়ে ছয় লাখ একর অর্পিত সম্পত্তি আছে। এর মধ্যে এক লাখ ৮৭ হাজার একর জমি সম্পর্কে কোনো দাবিদার নেই। এগুলো সত্যিকার অর্থেই অর্পিত সম্পত্তি। চার লাখ ৩৫ হাজার একর সম্পত্তি নিয়ে নানা বিরোধ আছে। নতুন আইনে দুই রকম অর্পিত সম্পত্তিকে আলাদা করা হয়েছে।

আইন অনুযায়ী বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে প্রথমে যাচাই-বাছাই করা হবে এবং এর মধ্য থেকে প্রকৃত মালিকদের জমি ফিরিয়ে দেওয়া হবে। প্রকৃত মালিক পাওয়া না গেলে সরকারের আওতায় এসব সম্পত্তি থাকবে। তা ছাড়া এ বিলে একটা ট্রাইব্যুনাল গঠনেরও বিধান রাখা হয়েছে।

প্রথম আলো, ১০ সেপ্টেম্বর, ২০০৯

No comments:

Post a Comment