কুড়িগ্রামে অর্পিত সম্পত্তি বেদখল

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামে প্রায় ৩ হাজার একর অর্পিত সম্পত্তি অবৈধ দখলে রয়েছে। মামলাসহ নানা জটিলতায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। গত ২০০৮-২০০৯ অর্থ বছরে অর্পিত সম্পত্তি ইজারা থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার মাত্র ১৪ দশমিক ৩৫ অর্জিত হয়েছে। জেলায় ৩ হাজার ১৫২ দশমিক ৭১৫ একর অর্পিত সম্পত্তি রয়েছে। এর মধ্যে সদরে ৩৬৮ দশমিক ৭০ একর, নাগেশ্বরীতে ৭৩৫ দশমিক ৪২৫ একর, ভূরুঙ্গামারিতে ৫১৩ দশমিক ৫১ একর, ফুলবাড়িতে ৩৮০ দশমিক ৪২ একর, রাজারহাট ১৯ দশমিক ৭৭ একর, উলিপুরে ৭০৬ দশমিক ১ একর, চিলমারিতে ৮৮ দশমিক ৬২ একর, রৌমারিতে ২৭৩ দশমিক ৭১ একর এবং রাজিবপুরে ৬৬ দশমিক ৪৭ একর সম্পত্তি আছে। গত জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এইসব অর্পিত সম্পত্তির মধ্যে সরকারি দখলে নিয়ে মোট ১৯৯ দশমিক শূন্য ৯৫ একর সম্পত্তি ইজারা দেয়া সম্ভব হয়েছে। তবে রাজিবপুরে ৬৬ দশমিক ৪৭ একর সম্পত্তির মধ্যে এক শতাংশও সরকারের দখলে এনে ইজারা দেয়া সম্ভব হয়নি। ফলে গত ২০০৮-০৯ অর্থ বছরে ২৭ লাখ ৩ হাজার ৭৫ টাকার মধ্যে মাত্র ৩ লাখ ৮৭ হাজার ৯৭৩ টাকা আদায় করা সম্ভব হয়েছে। অর্পিত সম্পত্তি নিয়ে ৩০টি মামলা দীর্ঘদিন বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া অনেক প্রত্যার্পনযোগ্য সম্পত্তি থাকায় এ বিপুল পরিমাণ সম্পত্তি সরকারের দখলে নিয়ে ইজারা দেয়া সম্ভব হয়নি। অবৈধ দখলদাররা এগুলো দখল করছে। জেলা প্রশাসক জানান, মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণসহ প্রত্যার্পণযোগ্য সম্পত্তিগুলোর তালিকা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

দৈনিক জনকণ্ঠ, ১৬ আগস্ট, ২০০৯

No comments:

Post a Comment