সিপিবির বিবৃতি : কমরেড মনিকৃষ্ণ সেনের বাড়ি দখলের চেষ্টার নিন্দা ও প্রতিবাদ

কাগজ প্রতিবেদক : তেভাগা আন্দোলনের অন্যতম পুরোধা কমরেড মণিকৃষ্ণ সেনের রংপুরের বাড়িসহ মন্দির দখলের প্রচেষ্টা এবং হামলা ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। গতকাল এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি মহল কমরেড মণিকৃষ্ণ সেনের বাড়ির জাল দলিল তৈরি করে মালিকানা দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ঋণ দেয়ার সময় যথাযথ তদন্ত না করে নিলামের নামে দখলের চেষ্টা করছে। পাশাপাশি একটি প্রভাবশালী মহল মন্দিরসহ বাড়িটি দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। নেতৃবৃন্দ ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা কমরেড মণিকৃষ্ণ সেনের বাড়ি রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং লুটেরাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে সূত্রাপুরে হৃষিকেশ দাস লেনের বাড়ি দখলের প্রচেষ্টা এবং বাড়ির সদস্যদের অপহরণের প্রতিবাদে গতকাল বাহাদুর শাহ পার্ক সংলগ্ন রোডে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক বাম মোর্চা। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সূত্রাপুর থানার সমন্বয়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এবং সদস্য শরীফুল চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তারা ঘটনার ৪/৫ দিন পরও মূল হোতারা গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও পরিবারটির নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে দাবি জানান।

দৈনিক ভোরের কাগজ, ২৮ আগস্ট, ২০০৯

No comments:

Post a Comment