জমি নিয়ে বিরোধ : ভালুকায় আদিবাসী মন্দিরে হামলা মূর্তি ভাঙচুর : আহত ৫

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত সোমবার রাতে প্রতিপক্ষ ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে আদিবাসী কোচ সম্প্রদায়ের কালীমন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর করেছে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতরা হলো_ নিরঞ্জন কোচ (২৮), সুকুমার চন্দ্র কোচ (৩৫) ও অন্যপক্ষের রফিক (২৮), জাহাঙ্গীর মোল্লা (৩০) এবং কালাম (২৫)। গুরুতর আহত নিরঞ্জন ও সুকুমারকে প্রথমে ভালুকা ও পরে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

জানা গেছে, ডাকাতিয়া মৌজার ৫৭ শতাংশ জমি নিয়ে তরণী বর্মন ও মৃত হুরমুজ আলী সরকারের ছেলে জাহাঙ্গীরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে মৃত হুরমুজ আলী সরকারের জামাতা আ. খালেকের ছেলে জাহাঙ্গীর মোল্লা দলবল নিয়ে মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর করে। এ সময় কোচ সম্প্রদায়ের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। জাহাঙ্গীর মোল্লাকে আদিবাসীরা পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে তরণী বর্মন বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেছেন। এ ব্যাপারে বাংলাদেশ কোচ সম্প্রদায়ের সভাপতি রমেশ কুমার কোচ, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সুনীল বর্মন ও উপজেলা কোচ সম্প্রদায়ের সভাপতি জোসেফ কোচ এ ঘটনার নিন্দা জানিয়ে পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন।

সংবাদ, ১৯, আগস্ট, ২০০৯

No comments:

Post a Comment