১০ হাজার একর অর্পিত সম্পত্তি হাতছাড়া!

স্টাফ রিপোর্টার, যশোর অফিস।।
যশোরের ৮ উপজেলায় প্রায় ‌১২ হাজার একর সম্পত্তির মধ্যে ১০ হাজার একর সম্পত্তি মামলা ও অন্যান্য কারণের সরকারের হাতছাড়া হয়ে রয়েছে। ফলে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

গত ২০০৮-২০০৯ অর্থবছরে ২ হাজার ৭৫ একর ৮২ শতক অর্পিত সম্পত্তি ইজারা দেয়া হয়। এর বিপরীতে আদায় হয়েছে ২৬ লাখ ১ হাজার টাকা। জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, ইজারাবিহীন অর্পিত সম্পত্তি রয়েছে ১০ হাজার ৪০ একর ৮২ শতক। এর মধ্যে জনসাধারণের ব্যবহার্য ২ হাজার ২শ'৪৬ একর ৭৩ শতক। দেওয়ানী ও অন্যান্য মামলায় জড়িয়ে রয়েছে ৪ হাজার ৪শ' ৪৫ একর ৪৬ শতক। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে রয়েছে ৩ হাজার ৩ শ' ৪৮ একর ৬৩ শতক জমি। অর্থাৎ অর্পিত সম্পত্তির  মাত্র এক পঞ্চমাংশ জমি সরকার লিজ দিয়েছে। অবশিষ্ট জমি ইজারা দেয়া সম্ভব হয়নি।

এর মধ্যে অভয়নগরে ২ হাজার ১২ একর, যশোর সদরে ১ হাজার ৬শ' ২৭ একর, কেশবপুরে ১ হাজার ৫ শ' ৩৮ একর, মনিরামপুরে ৯শ' ২৮ একর, শার্শায় ৮শ' ৮ একর, ঝিকরগাছায় ২শ' ৫৯ একর, চৌগাছায় ১ হাজার ৩ শ' ২০ একর জমি ইজারা দেয়া সম্ভব হয়নি।

দৈনিক জনকণ্ঠ, ৮ আগস্ট, ২০০৯

No comments:

Post a Comment