ভোলায় মন্দির থেকে কোটি টাকার কৃষ্ণমূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি

প্রতিনিধি, ভোলা

ভোলা শহরের লক্ষ্মীগোবিন্দ জিঁউর মন্দির থেকে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের শ্রী কৃষ্ণের মূর্তি ও অলঙ্কার চুরি করে নিয়ে গেছে। শত বছরের ঐতিহ্যের এ মূর্তি চুরি যাওয়ার ঘটনায় তোলপাড় শুরম্ন হয়েছে। পুলিশের বিশেষ টিম মূর্তির সন্ধানে অভিযানে নেমেছে। অন্যদিকে মন্দির কমিটি বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সভা করেছেন।

মন্দিরের পুরম্নহিত গোবিন্দ ঠাকুর জানান, প্রতিদিনের মতো মন্দিরের দুটি দরজায় লোহার গেটে ও কাঠের দরজায় ডাবল তালা লাগিয়ে মন্দির বন্ধ করা হয়েছিল। রাতে দুর্বৃত্তরা ডাবল তালা ভেঙে ১০ কেজি ওজনের কষ্টিপাথরের কৃষ্ণমূর্তি, ৩ ভরি স্বর্র্ণালঙ্কার, ১৫ ভরি রম্নপার অলঙ্কার, ৩ হাজার টাকা নিয়ে গেছে।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা মন্দির এলাকা পরিদর্শন করেছেন। ভোলা থানার ওসি শাজাহান শেখ জানান, তাদের টিম অভিযানে নেমেছে।

সূত্র: সংবাদ, ২৫ জুলাই, ২০০৯

No comments:

Post a Comment