নওগাঁয় সংখ্যালঘুর বাড়িতে হামলা ভাংচুর লুট

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ জুন, ২০০৯



গভীর রাতে ৫/৬টি ভুটভুটি ভরে আসা একদল সশস্ত্র সন্ত্রাসী গোটা সংখ্যালঘু হিন্দুপল্লী ঘেরাও করে বিশ্ব ঘোষ, সুমন ঘোষসহ অন্তত ৪/৫টি হিন্দু বাড়ি ভাংচুর, লুটপাট ও মহিলাদের মারধর করে তাদের অপহরণের চেষ্টা এবং সুমনের অসুস্থ পিতা নকুল ঘোষকে অপহরণ করে বেদম পিটিয়ে পরে ছেড়ে দেয়া হয়। সন্ত্রাসীরা এমন তাণ্ডব চালিয়েছে বৃহস্পতিবার দিনগত রাত ১০টায় পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়ায়। এ ব্যাপারে রাতেই সন্ত্রাসী হারুনসহ ১২জনরেক আসামি করে পত্নীতলা থানায় মামলা দায়ের করলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। এ সন্ত্রাসী তাণ্ডবের মূল হোতা হারুন পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফারের শ্যালক হওয়ায় পুলিশ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিচ্ছে না। দিন বদলের শপথ নিয়ে সরকার যখন সামনে এগুচ্ছে, ঠিক সে সময় ক্ষমতাসীন দলের নামধারী সুবিধাবাদী কতিপয় নেতা এবং তাদের ক্যাডারদের রীতিমতো তোষামোদী করে চলছে কিছু পুলিশ কর্মকর্তা।



জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ডে সুমন ঘোষের মিষ্টির দোকানে খিরসিন-খান্দই গ্রামের দুই যুবকের সামান্য কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টায় উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফারের শ্যালক হারুনের নেতৃত্বে ৪/৫টি ভুটভুটিতে চড়ে ২৫/৩০ সন্ত্রাসী লাঠিসোটা, হাঁসুয়া, ছোরা নিয়ে নজিপুর ঘোষপাড়া ঘেরাও করে মারপিট, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।



এ ঘটনার প্রেক্ষিতে নজিপুর সংখ্যালঘু পল্লী ঘোষপাড়ায় আতঙ্ক বিরাজ করছে।

No comments:

Post a Comment