শিবচরে মন্দিরে হামলা: ১০ মূর্তি ভাঙচুর, গ্রেফতার ১

প্রতিনিধি, শিবচর, (মাদারীপুর)

গত বৃহস্পতিবার রাতে মাদারীপুরের শিবচর মন্দিরে হামলা চালিয়ে সন্ত্রাসীরা ১০টি প্রতিমা ভাঙচুর করেছে। এ ঘটনায় এলাকাবাসী একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে শিবচর উপজেলার সিদ্ধিতলা দুর্গা মন্দির, কালি মন্দির, শীতলা মন্দির ও মনসা মন্দিরে ৪/৫ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা মন্দিরগুলোর দুর্গা প্রতিমা, সরস্বতী গণেশ, কার্তিক ও লক্ষ্মী প্রতিমাসহ কমপক্ষে ১০টি প্রতিমা ভাঙচুর করে। এ সময় এলাকাবাসী হাতে নাতে হাবিবুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে ধরলেও অন্যরা পালিয়ে যায়। দুষ্কৃতকারীরা জেএমবির সদস্য বলে এলাকাবাসী অভিযোগ করেন। আটককৃত হাবিবুর রহমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চরপুকুরিয়া গ্রামের আ. মোতালেবের ছেলে।

মন্দির প্রাঙ্গনে আটক হাবিবুর রহমান জানায়, সে ভাঙ্গার চরকামার দাখিল মাদ্রাসার দাখিল বিভাগের ছাত্র।

এদিকে শিবচর থানার ভারপ্রাপ্ত ওসি মো. মাহবুব বলেন, আটক হাবিবুরের আচরণ দেখে মনে হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন।

দৈনিক সংবাদ, ১৪ ফেব্রুয়ারি, ২০০৯

No comments:

Post a Comment