নৌকায় ভোট দেওয়ায় বিতাড়িত হলেন তিনি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

নৌকা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে ভাড়াটে বাড়ি ছাড়তে হয়েছে কাঠমিস্ত্রি মরণ চন্দ্র (৫০) এবং তার পরিবারকে। গত মঙ্গলবার ভোটগ্রহণের পরদিন ওই পরিবারকে বাড়ি থেকে বের করে দেন বাড়ির মালিক হাশেম। কুমিল্লা শহরতলির কুচাইতলী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মরণ চন্দ্র ওই বাড়িতে ভাড়া থাকতেন। ওই গ্রামের সাবেক ইউপি মেম্বার খালেক জানান, বুধবার থেকে ওই পরিবারটি তার আশ্রয়ে রয়েছে। তিনি আরো জানান, হাশেম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিকাদার হিসেবে খাদ্য সরবরাহ করে থাকেন। কুচাইতলী খালেক মিয়ার মার্কেটে ব্রাদার্স ডিপার্টমেন্টাল স্টোর নামে তার একটি দোকান রয়েছে। হাশেম কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি প্রার্থী হাজী আমিন অর রশিদ ইয়াসিনের নির্বাচনী এজেন্ট ছিলেন। এই আসনে ধানের শীষ পরাজিত হলে ক্ষুব্ধ হয়ে তিনি তার বাড়ির ভাড়াটিয়া মরণ চন্দ্রকে সপরিবারে বিতাড়িত করেন।

সমকাল, ০১ জানুয়ারি, ২০০৮

No comments:

Post a Comment