দর্শনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে দুইজন আটক

আজ ১৭ সেপ্টেম্বর, ২০০৮ তারিখের ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত খবর। লিংক
।। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ।।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গত সোমবার গভীর রাতে দর্শনা পুলিশ দুইজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোরআন শরীফের পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। পুলিশ জানায়, ঐ দিন রাতে তারাবির নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা প্রথমে আনোয়ারপুর গ্রামের যুবক আনোয়ারকে (২০) এবং পরে ওলু হোসেনকে (৬০) ধরে ঘটনা জানতে চায়। তারা সবকিছু স্বীকার করলে গণপিটুনি শুরু হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় জনতা শাস্তির দাবিতে শ্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
লক্ষ্য করুন- ইসলাম ধর্মীয় গ্রন্থ অবমাননার অভিযোগে যুবকদ্বয়কে অপরাধী বিবেচনা করা হয়েছে। বাংলাদেশে এর আগে হিন্দু ধর্মের মন্দিরে ঢুকে মূর্তি ভাংচুর করায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে (যেমন: ঢাকার জয়কালী মন্দির)। কিন্তু তাদেরকে মানসিক রোগী সাজিয়ে আইনের হাত থেকে বাঁচানো হয়েছে। বিচারের মুখোমুখি করা হয় নাই। আসলে বাংলাদেশে ধর্মীয় অনুভূতি বলতে ইসলাম ধর্মীয় অনুভূতিকে বোঝানো হয়, অন্য ধর্ম নয়। যেন অন্য ধর্মগুলোকে আঘাত হানলে তা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয় না।

No comments:

Post a Comment