নাটোরে রফিক বাহিনীর অত্যাচারে সংখ্যালঘু পরিবার অতিষ্ঠ

নাটোরে রফিক বাহিনীর অত্যাচারে সংখ্যালঘু পরিবার অতিষ্ঠ
নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ আগস্ট।।
নাটোরের সিংড়া থানার বড় চৌগ্রামে রফিক বাহিনীপ্রধান রফিকের অত্যাচার-নির্যাতন ও হুমকিতে একটি সংখ্যালঘু পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। জরুরী অবস্থার মধ্যেও রফিকের চাঁদাবাজি, সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা বৃহস্পতিবার পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছে। এর আগে কয়েক দফায় মামলা রুজু করতে গেলে সিংড়া থানা থেকে তাদের ফিরিয়ে দেয়া হয়। স্থানীয়দের অভিযোগে জানা গেছে, রফিক বাহিনীপ্রধান রফিকুল ইসলাম নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য। সে আন্ত:জেলা ডাকাত দলেরও সদস্য। চৌগ্রামের উজ্জ্বল দেবনাথের কাছে সম্প্রতি সে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসাবাণিজ্য বন্ধ এমনকি গ্রামছাড়া করার হুমকিও দেয়া হয়েছে। এর আগে নিজের বসতবাড়ি চত্বরে গোয়াল তুলতে তাকে ১০ হাজার টাকা গুণতে হয়েছে। এক লাখ টাকা চাঁদার দাবি পূরণ না করায় গত ৫ আগস্ট সশস্ত্র সঙ্গীদের নিয়ে রফিক উজ্জ্বল দেবনাথের বাড়িতে চড়াও হয়। উজ্জ্বল ও তার বড় ভাই নিত্যানন্দসহ পরিবারের সদস্যদের মারপিট ও গুরুতর জখমের পর ১০ দিনের আলটিমেটামে এক লাখ টাকা চাঁদা পরিশোদের হুমকি দিয়ে এসেছে রফিক। নইলে উজ্জ্বলের পরিবারকে গ্রামছাড়া করা হবে। আহত নিত্যানন্দকে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য হত্যাসহ রফিকের বিরুদ্ধে সিংড়া থানায় অন্তত এক ডজর মামলা রয়েছে। তারপরও সে রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

No comments:

Post a Comment