রূপগঞ্জে সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

রূপগঞ্জে সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা ।। বাড়িঘর ভাংচুর, লুটপাট

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ আগস্ট।।

রূপগঞ্জে সন্ত্রাসীদের কথামতো জমি ও বাড়ি বিক্রি করে ভারত চলে না যাওয়ায় এক সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসীরা ২ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ভাংচুর করে বাড়ির আসবাবপত্র। আহত হয় সংখ্যালঘু ঐ পরিবারের অশীতিপর বৃদ্ধাসহ ৭ ব্যক্তি। উপজেলার সদর ইউনিয়নের বাঘবেড় গ্রামে বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, রূপগঞ্জ সদর উপজেলার স্বদেব রায়ের পরিবারকে একই এলাকার সন্ত্রাসী জহিরুল, মোস্তফা ও তাদের সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে বাড়ি ও জমিজমা বিক্রি করে ভারত চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। স্বদেব তাদের কাছে জমি বিক্রি করে ভারত চলে যেতে না চাওয়ায় বুধবার সকালে লাঠিসোঠা ও দেশী অস্ত্র নিয়ে জহিরুল, মোস্তফা, সিরাজুল, সামসুজ্জামান, ওয়াসীম ও তাদের ১২/১৩ জনের এক সন্ত্রাসী বাহিনী স্বদেব রায়ের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় ঐ পরিবারের ৭ সদস্য আহত হয়। আহতাদের মধ্যে জুগল দাসী (৮০), সুবীর রায় (৪৫), স্বদেব (৪৩) ও বাবুকে (১৫) গুরুতর আহত অবস্থায় স্থানীয় সাহাবাশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

দৈনিক জনকণ্ঠ, ৭ আগস্ট, ২০০৮

No comments:

Post a Comment