এক বাংলাদেশী হিন্দু'র খেরোখাতা

এই ব্লগ ভ্রমণে সবাইকে স্বাগতম। বাংলাদেশ একটি স্বতন্ত্র স্বাধীন দেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কোটি মানুষের রক্তের বিনিময়ে অর্জিত একটি দেশ। এই দেশের জন্মলগ্নে প্রতিশ্রুতি ছিল ধর্মনিরপেক্ষতার। কিন্তু স্বাধীনতার ৩৭ বৎসর পরে আমরা কেমন সমাজ পেয়েছি? তা নিয়ে মতভেদ থাকতে পারে। অনেকে নানারকম কথার রং চড়িয়ে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতে পারে। নিজের অপরাধ ঢাকার পায়তারা করতে পারে। কিন্তু বাস্তব অবস্থা কিরকম তা জানতে হলে বাস করতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। রাজধানী বা কোন শহরে যে সামাজিক চিত্র পাওয়া যায় তা মুখোশ মাত্র। সত্যিকারের মুখচ্ছবির পরিস্কার হয় শহর থেকে দূরে গ্রামান্তরে।

মুক্তিযুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের জীবন ও সম্পদের বলিদান ছিল সবচেয়ে বেশি। হিন্দু ধর্মাবলম্বী মৃত মানুষের সংখ্যাই বেশি, নির্যাতিত হিন্দু নারীদের সংখ্যাই বেশি। কিন্তু ইতিহাসে তা লিখিত হয় না। কেন হয় না তা সহজেই বোধগম্য।

দেশের অভ্যন্তরে হিন্দুরা কেমন আছে? তার খবর ততটা প্রচার হয় না। পত্রিকাওয়ালারা যে খবর না ছাপলেই নয় শুধু সেই খবর ছাপে। আর যে খবর চাপা পড়ে যায়, তাকে অস্বীকার করে।

এইসব বাস্তবতার প্রেক্ষিতে এই ব্লগটির প্রয়োজনীয়তা বড় বেশি দেখা দিয়েছে।

No comments:

Post a Comment